অবরোধের ৫ম দিনে সদর উপজেলা মৎস্য অফিসের মা ইলিশ রক্ষা অভিযান

প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২০

অবরোধের ৫ম দিনে সদর উপজেলা মৎস্য অফিসের মা ইলিশ রক্ষা অভিযান

 বরিশাল সদর উপজেলার কির্ত্তোন খোলা  ও কালাবদর নদীতে অবরোধের ৫ম দিন আজ ১৮ অক্টোবর রবিবার দিনভর মা ইলিশ রক্ষা অভিযান পরিচালিত হয়। এসব নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমান কারেন্ট জাল ও ইলিশ মাছ জব্ধ করে অভিযান পরিচালনাকারি টিম।সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার জন্য জেলেরা নদীতে জাল ফেলে মাছ শিকারের চেস্টা চালায় ।বরিশাল জেলা মৎস্য অফিসার মোঃ আবু ছাইদ, উপজেলা মৎস্য অফিসার সঞ্জিব সন্ন্যমত, ফিল্ড অফিসার এইচ এম সুমন ও নৌ- পুলিশ   এ অভিযান চালান। উপজেলা মৎস্য অফিস সুত্র জানান মা ইলিশ রক্ষায় অভিযান অব্যহত থাকবে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যদি কেউ নদীতে ইলিশ ধরে তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। জব্ধ হওয়া মাছ স্থানীয় এতিমখানায় দিয়ে দেওয়া হয় বলে জানান।

সংবাদটি শেয়ার করুন