বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু

প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২১

বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১৬ জন। ৭ জন করোনা পজিটিভ হয়ে ও ৯ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। একই সময়ে ৭২১ জনের নমুনা পরীক্ষায় ২৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৯ দশমিক ৩৯ শতাংশ। আজ শনিবার বিভাগীয় বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৯ জন মারা যান। এ ছাড়া পিরোজপুর জেলার ৫ ও বরিশাল জেলার ২ জন করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন। এ নিয়ে বরিশাল বিভাগে করোনায় মারা যাওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৩৪৪।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘণ্টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৩৯ জন ও করোনা ওয়ার্ডে ২৩ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে করোনা ও আইসোলেশন ওয়ার্ডে মোট ২৮৪ জন রোগী চিকিৎসাধীন। তাঁদের মধ্যে ৭৩ জনের করোনা পজিটিভ ও ২১১ জন করোনা উপসর্গ নিয়ে আইসোলেশনে আছেন।

সংবাদটি শেয়ার করুন