ঢাকা ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২১
প্রথমে ক্রিকেটারদের হুমকি দিয়েও হতে হয়েছে নিরাশ। পরে দেখানো হয়েছে আইপিএলে অংশ দিতে দেওয়া হবে না এই মর্মে হুঁশিয়ারি, তাতেও দমে যায়নি আয়োজকরা। উপায় না দেখে আইসিসির দ্বারস্ত হয়েও হতাশ হতে হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। পাকিস্তানের কাশ্মীর প্রিমিয়ার লিগ (কেপিএল) বন্ধ করার দাবি জানিয়ে বিসিসিআই’র দেওয়া চিঠি আমলে নেয়নি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। কেপিএল বন্ধ করার এখতিয়ার নেই বলে ভারতকে সাফ জানিয়ে দিয়েছে আইসিসি।
আগামী ৬ আগস্ট থেকে পাকিস্তানের এই ঘরোয়া লিগ শুরু হবে। কাশ্মীর অঞ্চল নিয়ে দীর্ঘদিন ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে বিবাদ রয়েছে। পাকিস্তানে কাশ্মীরের নামে লিগ আয়োজন করায় ভারত তা ভালোভাবে নেয়নি।
পাকিস্তানের শীর্ষস্থানীয় এক গণমাধ্যমকে আইসিসির মুখপাত্র বলেন, এই টুর্নামেন্ট আইসিসির অধীনে নয়। এটা কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টও নয়। তাই আমাদের আটকানোর কোনো কারণও নেই।
কেপিএলে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন বেশ কয়েকজন সাবেক বিদেশি তারকা। সাবেকদের ওপর নিজ নিজ দেশের বোর্ডের হস্তক্ষেপের সুযোগ নেই। অথচ বিসিসিআই প্রত্যেক বোর্ডকে জানিয়ে দেয়, কেপিএলে ঐ দেশের কেউ অংশ নিলে ভারতে কার্যত নিষিদ্ধ হবেন তিনি। এই হুমকিতে মন্টি প্যানেসার, টিনো বেস্টের মত অনেক ক্রিকেটারই কেপিএল থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন। ভারতের এমন আচরণে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) হুঁশিয়ারি দিয়েছে। বিসিসিআই ক্রিকেটের মানক্ষুন্ন করেছে দাবি করে পিসিবি ভারতের এমন আচরণ অগ্রহণযোগ্য এবং তা ক্রিকেটীয় স্পিরিটের বিরুদ্ধাচরণ বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network