ঢাকা ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২১
স্টাফ রিপোটার ॥ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘন্টায় কোন রোগীর মৃত্যু হয়নি। তবে এখনও করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন গত মে মাসের পর সর্বনিম্ন ৩৬ জন। এদিকে গত বছর মেডিকেল কলেজে আরটি পিসিআর ল্যাব প্রতিষ্ঠার পর গত শনিবার রাতের রিপোর্টে রেকর্ড সর্বনিম্ন ১.১১ ভাগ করোনা শনাক্ত হয়েছে।
মেডিকেলের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, গত শনিবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ৪৩ জন রোগী। বিগত ২৪ ঘন্টায় চিকিৎসায় সুস্থ্য হয়ে করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন ১১ জন রোগী। একই সময়ে নানা উপসর্গ নিয়ে ৪ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। বিগত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে কোন রোগীর মৃত্যু হয়নি। রবিবার সকাল ৮টা পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ৩৬ জন রোগী।
এদিকে শের-ই বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে শনিবার রাতের সব শেষ রিপোর্টে ৯০ জনের নমুনা পরীক্ষায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১.১১ ভাগ। যা গত বছরের ৮ এপ্রিল মেডিকেল কলেজে আরটি পিসিআর ল্যাব প্রতিষ্ঠার পর শনাক্তের সর্বনিম্ন রেকর্ড।
এর আগে শুক্রবার শনাক্তের হার ছিলো ১২.৮৬ ভাগ, বৃহস্পতিবার ৩.৫৮ ভাগ, বুধবার ৭.৬৯ ভাগ, মঙ্গলবার ৮.৯৫ ভাগ, সোমবার ৩.৭২ ভাগ এবং রবিবার ৫ ভাগ করোনা শনাক্ত হয়। গত ৫ জুলাই সর্বাধিক ৭৩.৯৪ ভাগ করোনা শনাক্ত হয় শের-ই বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network