ঢাকা ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২১
পটুয়াখালীতে এমভি সম্রাট-৭ লঞ্চ থেকে এক নারীর (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোরে লঞ্চটির স্টাফ কেবিন থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় লঞ্চের স্টাফদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. মাহফুজুর রহমান জানান, শুক্রবার সন্ধ্যায় ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে আসে ডবলডেকার এমভি সম্রাট-৭ লঞ্চ। শনিবার ভোরে ওই লঞ্চের স্টাফ কেবিন থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান,. কেবিনটির বাইরে থেকে তালা দেওয়া ছিল। ভিতর থেকে কোনো সাড়া শব্দ না পাওয়ায় তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেয় লঞ্চ কর্তৃপক্ষ। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, এখন পর্যন্ত ওই নারীর কোনো পরিচয় পাওয়া যায়নি। সিআইডি, পিবিআই ও জেলা পুলিশ ঘটনা তদন্তে কাজ করছে। লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই নারীর পরিচয় পাওয়া গেলে সহজেই মৃত্যুর রহস্য উদঘাটন করা যাবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network