ঢাকা ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২১
স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে ॥ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বরিশালে পার্বত্য শান্তি চুক্তি দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে নগরীর ফজলুল হক এভিনিউস্থ নগর ভবনের সামনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আ.ফ.ম বাহাদ্দিন নাসিম।
প্রধান অতিথির বক্তব্যে নাছিম বলেন, ‘বিএনপি খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করছে। খালেদা জিয়া যদি এ দেশে পর্যাপ্ত চিকিৎসা না পেয়ে থাকে তাহলে বিদেশ থেকে বড় চিকিৎসক এনে তার উন্নত চিকিৎসা করুক কিন্তু বিএনপি সেটি করছেনা।
কোন একটা ভালো দেশের সাথে যোগাযোগ করছে না খালেদা জিয়ার চিকিৎসার জন্য, এর কারনটা হলো খালেদা জিয়ার কিছু হলে কে কার চেয়ে বড় নেতা হবে এখনই সেই দেন দরবারে ব্যস্ত বিএনপির নেতারা। এছাড়া তার অসুস্থতা নিয়ে জ¦ালও পোড়াও আন্দোলনের মাধ্যমে তারা ঢাকাকে অচল করতে চায়।’
পার্বত্য শান্তি চুক্তির ২ যুগ উদযাপন উপলক্ষে বরিশাল সেজেছিল নানা রূপে। কোথাও পার্বত্য চট্টগ্রমের পাহাড়ের প্রতিকৃতি, কোথাও পদ্ধা সেতু, কোথাও নৌকার তোরণ। সব মিলিয়ে বরিশাল ছিল উৎসব মূখর এক নগরী। বিভিন্ন ওয়ার্ড থেকে সমাবেশে উপস্থিত হন হাজার হাজার নেতাকর্মী। বর্নাঢ্য সাজে, ঢাক ঢোল, পতাকা নিয়ে এরা নমাবেশে উপস্থিত হন। দুপুরের অনুষ্ঠানের যোগ দিতে বেলা ১১টা থেকেই নগরীতে নেতা কর্মীদের ঢল নামে। ১২টার মধ্যে নগরীর যান চলাচল বন্ধ হয়ে যায়।
বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীরের সভাপতিত্বে সমাবেশের উদ্বোধন করেন, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মি আহমেদ, কেন্দ্রীয় সদস্য গোলাম রব্বানি চিনু, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তালুকদার মোহাম্মাদ ইউনুস, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়।সমাবেশে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক এমপি জেবুন্নেছা আফরোজ, প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, সাইদুর রহমান রিন্টু, আফজালুল করীম, যুগ্ম সাধারন সম্পাদক হাসান মাহমুদ বাবু, প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহাতাব হোসেন সুরুজ,জেলা যুবলীগের সভাপতি জাকির হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সদস্য আরিফিন মোল্লা, জেলা ছাত্রলীগ সভাপতি সুমন সেরনিয়াবাত, সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাকসহ বিভাগের বিভিন্ন উপজেলার চেয়ারম্যান, পৌর মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।এছাড়া বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অংগ সংগঠনের বিভিন্ন ইউনিটের শতশত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সমাবেশ শেষে একটি বিশাল আনন্দ র্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এর আগে দিনটির প্রথম প্রহরে জেলা ও মহানগর আ’লীগের দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাদের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানান নেতাকর্মীরা। সকালে বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে ৪৬১জন অসহায় দুঃস্থদের মাঝে ৫৫লক্ষ টাকা অর্থ সহায়তা ও শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার এবং কর্মহীন নারীদের মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network