ঢাকা ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২১
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটাক্ষ ও হেয় প্রতিপন্ন করে বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় অভিযোগ করেছেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মহসিন মোল্লা। গতকাল মঙ্গলবার রাতে তিনি থানায় এ অভিযোগ দেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি মোয়াজ্জেম হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নানা রকম অশালীন মন্তব্য করেন। এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে। অর্থাৎ বিএনপির নেতা ডিজিটাল নিরাপত্তা আইনে অপরাধ করেছেন।
জেলা ছাত্রলীগের সহসভাপতি জাহিদ হাসান ও জুনায়েদ হোসেন ব্যাপারী, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম, সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম ও তন্ময় হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়ের মাহমুদ খানকে সাক্ষী হিসেবে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন বলেন, মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই ভিডিও তাঁরা দেখতে পান। এরপরই মোয়াজ্জেমের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network