ঢাকা ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২১
ঝালকাঠির রাজাপুরের মঠবাড়ি ইউনিয়নের নাপিতেরহাট এলাকায় বিষখালী নদীতে এক ব্যক্তির লাশ ভেসে উঠেছে। সোমবার সকালে লাশটি ভেসে ওঠে। খবর পেয়ে সকাল ১১টার দিকে লাশ উদ্ধার করে পুলিশ।
বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন ঝালকাঠির জেলা প্রশাসক জোহর আলী। তিনি জানান, নদীতে এক পুরুষের অর্ধগলিত লাশ ভাসতে দেখে স্থানীয়রা প্রশাসনকে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
জেলা প্রশাসক জানান, প্রাথমিকভাবে লাশের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, লাশটি সুগন্ধা নদীতে লঞ্চে আগুনের ঘটনায় নিখোঁজ কোনো যাত্রীর হতে পারে।
ঝালকাঠি সদর থানার এসআই নুরুল ইসলাম জানান, লাশটি উদ্ধারের পর লঞ্চঘাট এলাকায় নিয়ে সেখানে অপেক্ষমাণ কয়েকজন স্বজনকে শনাক্তের জন্যে দেখানো হয়। তবে পরিচয় শনাক্ত হয়নি। তার বয়স আনুমানিক ৪০ বছর। গায়ে কালো গেঞ্জি ও পেটে পোড়া দাগ রয়েছে। পেটে পোড়া দাগ থাকায় নিহত ব্যক্তি অভিযান-১০ লঞ্চের যাত্রী ছিলেন বলে বলে ধারণা করা হচ্ছে।
ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, উদ্ধার লাশের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network