ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২২
বরিশালের হিজলা উপজেলায় বিপুল পরিমাণ জাটকা উদ্ধার ও ১০ জেলেকে আটক করে মৎস্য দপ্তর ও হিজলা থানা পুলিশ। উদ্ধার জাটকা ইলিশ উপজেলা বিভিন্ন এতিম খানা ও অসহায় দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।
জানা যায়- গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হিজলা গৌরবদী ইউনিয়নের খালিশপুর মেঘনা নদীর থেকে এ মাছ উদ্ধার করে। এ সময় হিজলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ, সহকারী ক্ষেত্র অফিসার প্রশান্ত রায়, হিজলা থানার এসআই আরিফ হোসেন, এ এসআই বশির উদ্দিন এ অভিযান পরিচালনা করেন। তারা অবৈধ ২০ মণ জাটকা ইলিশ ও ১০ জন জেলেকে আটক করে।
মৎস্য কর্মকর্তা এমএম পারভেজ জানান, সরকারের আইন আমান্য করে মেঘনা নদীতে জাটকা নিধন করে পাচার করার চেষ্টা করে। এ সংবাদ পেয়ে ফোর্স নিয়ে তাদের ধাওয়া করে ১০ জন জেলে ও প্রায় ২০ মণ জাটকা জব্দ করি। জাটকা ইলিশ বিভিন্ন এতিম খানায় দুস্থদের মাঝে বিতরণ করি।
আটক জেলেদের উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট হস্তান্তর করি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ জানান, সরকারের আইন আমান্য করে করে জাটকা ইলিশ নিধনের দায়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network