ঢাকা ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২২
তজুমদ্দিন প্রতিনিধি।। ভোলার তজুমদ্দিনে থানা পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ এক বিক্রেতাকে আটক করেছেন। পরে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে জেলা হাজতে প্রেরণের প্রস্তুতি নিয়েছেন।
থানা সূত্রে জানা যায় , শনিবার (২২ জানুঃ) সন্ধ্যায় এসআই (নিঃ) মোঃ সামিম সরদার এবং এএসআই হাবিব সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে শশীগঞ্জ মারকাজ মাদ্রাসা সংলগ্ন পশ্চিম পাশে রাস্তায় মোঃ কামাল (৫০), পিতা- আঃ বারেক, মাতা- বিবি খতেজা, সাং- কেয়ামুল্যা, ০৯নং ওয়ার্ড, থানা- তজুমদ্দিন, জেলা- ভোলা এর শরীর তল্লাশি করে তার নিকট হইতে ৫০ (পঞ্চাশ) গ্রাম মাদকদ্রব্য (গাঁজা) যাহার অবৈধ বাজার মূল্য ২,০০০/- (দুই হাজার) টাকা উদ্ধার করেন। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসেন।
থানা অফিসার ইনচার্জ এসএম জিয়াউল হক জানান, পুলিশ বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারনি ১০ (ক) ধারায় মামলা দায়ের করে তাকে জেল- হাজতে প্রেরণ করার প্রস্তুতি চলছে।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network