ঢাকা ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২২
বরিশাল থেকে প্রকাশিত আঞ্চলিক দৈনিক ‘আজকের সময়ের বার্তা’ পত্রিকার সম্পাদক-প্রকাশক এম লোকমান হোসাইনকে তথ্যপ্রযুক্তি আইনের একটি মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। সোহেল মাহামুদ (৪৩) নামে জনৈক এক ব্যক্তির করা মামলায় রোববার বরিশাল সাইবার ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন আবেদন করেন লোকমান হোসাইন। সংশ্লিষ্ট আদালতের বিচারক ফারুক হোসেন সেই জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ আদেশ দেন।
সোহেল মাহামুদ ২০২০ সালের ২৭ আগস্ট ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতে সাংবাদিক লোকমান হোসাইনকে অভিযুক্ত করে একটি নালিশি অভিযোগ করেন। সংশ্লিষ্ট আদালতের বিচারক অভিযোগটি আমলে নিয়ে তা তদন্ত করে বাকেরগঞ্জ থানা পুলিশকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।
লোকমান হোসাইন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক।
আদালত সূত্রে জানা যায়, সাংবাদিক লোকমান হোসাইন তার মালিকানাধীন ‘নিউজসেভেনবিডি.টিভি’ নামক অনলাইন নিউজপোর্টালে মামলার বাদী সোহেল মাহামুদকে জড়িয়ে একটি সংবাদ প্রকাশ করে এবং তা ফেসবুক পেইজে শেয়ার করেন। এতে মান ক্ষুণ্ন হয়েছে দাবি করে সোহেল মাহামুদ ঢাকার সাইবার আদালতে মামলা করেন।
আদালতের নির্দেশে অভিযোগটি বাকেরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. নাছির উদ্দিন হাওলাদার তদন্ত করেন এবং এর প্রতিবেদন বরিশাল সাইবার ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা দেন।’
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network