ঢাকা ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২২
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ৬৫১ জনের নমুনা পরীক্ষায় ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা সংক্রমণের হার ৩৫ দশমিক ৩৩। একই সময় করোনা সংক্রমণে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একজনের মৃত্যু হয়েছে। এর আগে করোনা সংক্রমণের হার ছিল ৪৩ দশমিক ৫৩। আজ রোববার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।
স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত বিভাগের বরিশাল জেলার ৬৫ জন, পটুয়াখালীর ২২, ভোলার ৩৮, পিরোজপুরের ২৬, বরগুনার ৩৫ ও ঝালকাঠির ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। মহামারি শুরুর পর থেকে বিভাগে এখন পর্যন্ত করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা ৫০ হাজার ৫১৮। করোনা সংক্রমণে মারা গেছেন ৬৮৫ জন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার কিছুটা কমলেও সংক্রমণের গতি নিয়ন্ত্রণে আসছে না, বরং ক্রমেই বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সবাইকে অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network