ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২২
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, এখন করোনার সংক্রমণ কমে আসছে। গতকাল শুক্রবার পর্যন্ত সারা দেশে করোনা সংক্রমণ ১৫ শতাংশ ছিল, যদিও মৃত্যুহার বেশি ছিল। যেহেতু করোনা কমে আসছে, সেহেতু সামনে স্কুল-কলেজ খুলে দিলে সমস্যা হবে না।
আজ শনিবার দুপুরে মানিকগঞ্জ সদরে গড়পাড়া এলাকার শুভ্র সেন্টারে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, এই মুহূর্তে আশার কথা হলো স্কুল–কলেজের প্রায় সব শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়ে গেছে। কলেজের প্রায় ২৮ লাখ শিক্ষার্থী বুস্টার ডোজ নিয়েছেন। স্বাস্থ্যবিধি মানা হলে স্কুল-কলেজ খুলে দিলে সমস্যা হবে না।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে সরকার ও শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়ে থাকে। আমাদের কাছে পরামর্শ চাইলে আমরা পরামর্শ দিয়ে থাকি। ২১ ফেব্রুয়ারির পর স্কুল–কলেজ খুলে দেওয়া হতে পারে বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন। তবে আমাদের পরামর্শ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে যেন স্কুল–কলেজ খোলা হয়। এ ছাড়া যেসব শিক্ষার্থী টিকা নেয়নি, তারা যেন টিকা নিয়ে নেয়।’
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরও বলেন, ‘করোনায় অনেক ছেলেমেয়ে স্কুল-কলেজে লেখাপড়া করতে পারেনি। বিশ্বে অনেক স্কুল খুলে দেওয়া হয়েছে। সেখানে ক্লাস চলছে। স্কুল-কলেজ খুলে দেওয়ার বিষয়ে আমাদের অনুমতি থাকবে।’
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network