ঢাকা ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২২
করোনা আক্রান্ত হয়েছেন বরেণ্য অভিনয়শিল্পী ডলি জহুর। তাকে গতকাল রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় শ্বাসকষ্টজনিত কারণে। বিষয়টি নিশ্চিত করেছেন ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও ডলি জহুরের ঘনিষ্ঠজন মুনা চৌধুরী। তিনি সর্বক্ষণ পাশে রয়েছেন ডলি জহুরের। তিনি মানবজমিনকে বলেন, মা (ডলি জহুর) কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি তো হাসপাতালে ভর্তিই হতে চাচ্ছিলেন না। কিন্তু তিনি ঠিকভাবে শ্বাস নিতে পারছিলেন না।
তাই জোর করেই তাকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে আসি গতকাল।
পরীক্ষা হয়েছে অনেক গুলো। একটা একটা করে রিপোর্ট হাতে পাচ্ছি। এরমধ্যে করোনার ফল পজিটিভ এসেছে। আমি সারারাত ছিলাম হাসপাতালে। এখনও আছি। আসলে মা তো অস্ট্রেলিয়া থেকে এসেছেন জানুয়ারীতে। তার বাসায় কেউ নেই। অবশেষে এবার অসুস্থ হয়ে পড়লেন।
মায়ের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাই৷ উল্লেখ্য, দীর্ঘ দুই বছর পর গত জানুয়ারি মাসে ঢাকায় ফিরেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর। তার একমাত্র ছেলে রিয়াসাত অস্ট্রেলিয়াতে বসবাস করেন। বিশ্বব্যাপী করোনা সংকট শুরু হওয়ার আগে তিনি চলে গিয়েছিলেন ছেলের কাছে। সেখানে পুত্র-পুত্রবধূ এবং নাতি-নাতনির সঙ্গে দারুণ সময় কাটান এই অভিনেত্রী।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network