বরিশাল বিভাগের ৪১ উপজেলার প্রতি নিবন্ধিত জেলে পরিবার পাবে ৮০ কেজি চাল

প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২২

বরিশাল বিভাগের ৪১ উপজেলার প্রতি নিবন্ধিত জেলে পরিবার পাবে ৮০ কেজি চাল

২০২১-২০২২ অর্থবছরে জাটকা আহরণ থেকে বিরত থাকা জেলেদের জীবনযাত্রা নির্বাহের জন্য সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ৩১ হাজার ২৫৬ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ করা হয়েছে। দেশের ২০ জেলার জাটকা সম্পৃক্ত ৯৬টি উপজেলায় ৩ লক্ষ ৯০ হাজার ৭০০টি জেলে পরিবারকে খাদ্য সহায়তা প্রদানের লক্ষ্যে এ বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে বরিশাল জেলার ৪১টি উপজেলা রয়েছে।
এর আওতায় ১ম কিস্তিতে ফেব্রুয়ারি-মার্চ দুই মাসের জন্য প্রতিটি নিবন্ধিত ও কার্ডধারী জেলে পরিবারকে মাসে ৪০ কেজি হারে ২ মাসে ৮০ কেজি করে চাল প্রদান করা হচ্ছে।
গত ২২ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের অনুকূলে এ সংক্রান্ত মঞ্জুরী প্রদান করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এসময় আগামী ১৬ মার্চের মধ্যে যথানিয়মে ভিজিএফ চাল উত্তোলন ও সংশ্লিষ্টদের মাঝে বিতরণের জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা প্রদান করা হয়েছে।
বরাদ্দপ্রাপ্ত বরিশাল বিভাগের উপজেলাগুলো হলো বরিশাল জেলার সদর, মেহেন্দিগঞ্জ, মুলাদী, হিজলা, বাবুগঞ্জ, বানারীপাড়া, উজিরপুর, গৌরনদী ও বাকেরগঞ্জ, পিরোজপুর জেলার সদর, মঠবাড়ীয়া, ভান্ডারিয়া, নেছারাবাদ, নাজিরপুর, ইন্দুরকানী ও কাউখালী, পটুয়াখালী জেলার সদর, কলাপাড়া, বাউফল, গলাচিপা, রাঙাবালি, মির্জাগঞ্জ, দশমিনা ও দুমকি, ভোলা জেলার সদর, বোরহানউদ্দিন, চরফ্যাশন, দৌলতখান, লালমোহন, তজুমদ্দিন ও মনপুরা, বরগুনা জেলার সদর, আমতলী, তালতলী, পাথরঘাটা, বামনা ও বেতাগী এবং ঝালকাঠি জেলার সদর, কাঠালিয়া, নলছিটি ও রাজাপুর।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত দেশব্যাপী জাটকা আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ। এর মধ্যে ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত (৪ মাস) জাটকা আহরণে বিরত থাকা মৎস্যজীবীদের জন্য সরকার মানবিক সহায়তা প্রদান করে থাকে।

সংবাদটি শেয়ার করুন