ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, মার্চ ১, ২০২২
স্টাফ রিপোর্টার ॥ খুচরা সয়াবিন তেল লিটার ২০০ টাকা। অপর দিকে বোতলজাত সোয়াবিন তেলের গায়ের দাম ১৫৫-১৬৫ টাকা। অধিক মুনাঢার লোভে খুচরা ব্যবনায়ীরা বোতলজাত সয়াবিন তেল খুলে ড্রাম বা টিনের জারে ভরে খুচরা হিসাবে বিক্রি করছেন। এ কারনে বরিশালের বাজারে বোতলজাত সয়াবিন তেল উধাও। যাও ২/১টি মিলছে তার আকাশচুম্বি দাম শুনে পিছিয়ে আসছে ক্রেতারা।
আকস্মিকভাবে বরিশাালসহ সারা দেশে সয়াবিন তেলের মূল্য লিটারে ৪০ থেকে ৫০ টাকা বৃদ্ধি পেয়েছে। অনেকের মতে এটি রেকর্ড মূল্য। কখনই সয়াবিন তেল ২০০ টাকা বা তার অধিক মূল্যে বিক্রি হয়নি।
ব্যসায়ীদের মতে যুদ্ধের কারণে আর্ন্তজাতিক বাজারে তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে। এ কারনে মূল ব্যবসায়ীরা তেল আমদানি বন্ধ রাখায় বাজারে তীব্র সংকটের সৃষ্টি হয়েছে। হু হু করে বাড়ছে তেলের দাম। নতুন বাজরে বশিরউদ্দিন নামের এক ক্রেতা ক্রুদ্ধ কন্ঠে জানালেন রাশিয়া -ইউক্রেন যুদ্ধে বেড়েছে জ্বালানী তেলের দাম। ভ্জ্যো তেলের মূল্য বৃদ্ধিকে তিনি ব্যবসায়ীদের কারসাজি মনে করেন।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network