ঢাকা ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, মার্চ ২, ২০২২
পটুয়াখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশে দফায় দফায় হামলার আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় বিএনপির ৫ নেতাকর্মী আহত হয়েছেন। আজ সকাল ১০টায় শহরের বনানীস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আয়োজিত সমাবেশে এ ঘটে। আহতরা হলেন- সদর থানার আহ্বায়ক কাজী মাহবুব, জেলা ছাত্রদলের সভাপতি উজ্জ্বল, ছোট বিঘাই মোস্তফা আকন, থানা ছাত্রদলের আহ্বায়ক পৌর যুবদলের মজনু, সদর থানা ছাত্রদলের আহ্বায়ক জাকারিয়া।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্রি অভিযোগ করেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী লীগ হামলা চালিয়েছে। এতে অনন্তপক্ষে ৫০ জন আহত হয়েছে বলে জানান তিনি।
তবে বিএনপির সমাবেশে হামলার অভিযোগ অস্বীকার করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান। তিনি বলেছেন, এটা বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে হতে পারে। হামলার সঙ্গে জেলা আওয়ামী লীগ বা অঙ্গসংগঠনের কোনো সম্পৃক্ততা নেই।।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network