ঢাকা ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২২
বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বরিশালে ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হবে। ঐতিহাসিক ৭ মার্চ, জাতীয় দিবস উপলক্ষে বরিশাল জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধাসরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত ভবনে জাতীয় পতাকা উত্তোলন। সকাল সাড়ে দশটায় বঙ্গবন্ধু উদ্যানে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ। বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে। এছাড়া সকালে নগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর ভাষণ, চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা, সংগীত এবং নৃত্য পরিবেশন করা হবে। এছাড়াও নগরের বঙ্গবন্ধু উদ্যান, চৌমাথা, বিবিরপুকুর পাড়, লঞ্চঘাট ও নথুল্লাবাদ বাসস্ট্যান্ডসহ বিভিন্ন জনবহুল স্থানে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। মহানগরের প্রধান সড়কসমূহে জাতীয় পতাকাসহ বিভিন্ন পতাকা দিয়ে সাজানো হবে।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network