ঢাকা ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২২
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট বোন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফু, সাবেক মন্ত্রী শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের সহধর্মিণী, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য, পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী), আওয়ামী লীগ সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোডের্র সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি, আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ্ এমপি’র মাতা, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র দাদী মরহুমা আমেনা বেগমের ১৭ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজ (২৪ মার্চ) বরিশাল ক্লাব প্রাঙ্গণে বাদ যোহর মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
মরহুমার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন নগরীর চকবাজার জামে মসজিদের পেশ ইমাম নূরউদ্দিন বেগ।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগের সকল সংসদ সদস্য, প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ, বরিশাল বিশ্ব বিদ্যালয়ের প্রধান, প্রতিটি জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় যুবলীগ, ছাত্রলীগ সহ জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র এবং বরিশাল বিভাগীয় এবং জেলা পর্যায়ের সকল কর্মকর্তাবৃন্দ, বরিশাল জেলার সকল উপজেলার কর্মকর্তাবৃন্দ, সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ দলীয় নেতৃবৃন্দ ও হাজার হাজার নানা শ্রেণি পেশার মানুষ দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও বরিশালের সেরালস্থ নিজ বাসভবনসহ আগৈলঝাড়া, গৌরনদী উপজেলা এবং ঢাকা, পটুয়াখালী, ঝালকাঠীর বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় পবিত্র কোরআন খতম ও দোয়া অনুষ্ঠানের আয়োজনের খবর পাওয়া গেছে।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network