বিসিসি কর্মচারী বনাম কাউন্সিলর

প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২২

বিসিসি কর্মচারী বনাম কাউন্সিলর

স্টাফ রিপোর্টার ॥ কাউন্সিলরের জিয়ার বিরুদ্ধে সহকর্মীকে মারধরের অভিযোগ এনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বরিশাল সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা। পাল্টা সড়ক অবরোধ করে জবাব দিয়েছেন ১০ কাউন্সিলর ও তাদের সমর্থকরা। উভয় পক্ষের অবরোধ-পাল্টা অবরোধে ভোগান্তির মুখে পড়েছেন নগরবাসী।
রোড ইন্সপেক্টর রাজীব হোসেন খান বলেন, ‘একটি ভবনের প্ল্যান চেক করতে যাওয়ার পর কাউন্সিলর বিপ্লব আমাকে ফোন দিয়ে নানা কথা বলে হোসাইনিয়া মাদ্রাসায় ডেকে নেন। এরপর তাকে না বলে কেন প্ল্যান চেক করতে গিয়েছি সেই অভিযোগ তুলে আমাকে মারধর করেন। এরপর অন্য স্টাফরা এসে আমাকে উদ্ধার করেন।’
এ ঘটনার পরপরই রোববার বেলা ৩টার দিকে বিভাগীয় গণগ্রন্থাগারের সামনে ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় করপোরেশনের ময়লার গাড়ি দিয়ে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এর প্রতিবাদে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুখের অনুসারী কাউন্সিলর বিপ্লবসহ ১০ কাউন্সিলর ও তাদের অনুসারীরা।
এসব বিষয়ে কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব বলেন, ‘আমার ওয়ার্ডে একটা কাজ করতে আসবে সেটা আমিই জানি না। আমার সব স্টাফ নিয়ে গেছে মেয়র সাদিক আব্দুল্লাহ। আমি শুধু ওই স্টাফকে ডেকে এনে জিজ্ঞাসা করেছি। আমার অফিস ঘেরাও করে বিক্ষোভ করছে। এখন আমিও ষড়যন্ত্রের বিচার দাবিতে ১০ কাউন্সিলর নিয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছি।’
বরিশাল কোতোয়ালি মডেল থানার পরিদর্শক লোকমান হোসেন বলেন, ‘দুই পক্ষ দুইটি সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি।’

সংবাদটি শেয়ার করুন