বরিশাল ফ্রেন্ডস সার্কেল (বিএফসি) এর দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত🖐️

প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, মে ২, ২০২২

বরিশাল ফ্রেন্ডস সার্কেল (বিএফসি) এর দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত🖐️

গতকাল ১লা মে রোজ রবিবার ২০২২ বরিশাল চৌমাথা রোডস্হ লেক ভিউ রেষ্টুরেন্টে বরিশাল ফ্রেন্ডস সার্কেল (বিএফসি) এক দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রয়াত বন্ধুদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। বিএফসি এসএসসি ৮৭,৮৮ ও ৮৯ ব্যাচের বরিশাল এর বন্ধুদের নিয়ে গঠিত। অনুষ্ঠানে বিপুল সংখ্যক বন্ধুদের উপস্হিতিতে আনন্দঘন এক মিলন মেলায় পরিনত হয়।

রিপনের সঞ্চালনায় বিএফসি বরিশালের আহবায়ক অসীম শাহরিয়ার এর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুস্টান শুরু হয়। খোকন এর হামদ নাত এবং ইঞ্জিনিয়ার আমিনুরের কোরআন তেলাওয়াত ও দোয়াতে প্রয়াত বন্ধুদের রুহের মাগফেরাত এবং বন্ধু পরিবারের জন্য বিশেষ দোয়া করা হয়। বিএফসি আহবায়ক বাহার এর সমাপনী বক্তব্যে বিএফসি’র গঠন, উদ্দেশ্য এবং এর ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে উপস্তিত বন্ধুদের কাছে বিস্তারিত তুলে ধরা হয়। বন্ধুদের মধ্যে ইউনিটি এবং যে কোন প্রয়োজনে বন্ধু পরিবারের পাশে থাকার ব্যাপারে উপস্থিত বন্ধুরা দৃড় প্রত্যয় ব্যক্ত করে।

সংবাদটি শেয়ার করুন