ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, মে ১৯, ২০২২
বাদের কারণে ছোট-বড় সবারই পছন্দের আলু চিপস। বেশিরভাগ চিপসের দাম নাগালের মধ্যে হওয়ায় আলুর চিপসের চাহিদাও অনেক। তবে যদি এক টুকরা আলুর চিপসের দাম হয় দেড় লাখ টাকারও বেশি তাহলে কেমন লাগবে? শুনতে অবিশ্বাস্য লাগলেও এমনই এক চিপস বিক্রির জন্য দাম চাওয়া হয়েছে অনলাইন সাইটে।
জানা গেছে, গত ৩ মে অনলাইন কেনাবেচার একটি সাইটে ওই আলুর চিপসটি বিক্রির জন্য তুলেছেন লন্ডনের এক বাসিন্দা। চিপস অনিয়ন ফ্লেভার স্পেশাল । বিক্রেতা জানিয়েছেন, এটি একেবার নতুন ধরনের একটি চিপসের পিস। তার কথায়, ‘ব্র্যান্ড নিউ, অব্যবহৃত, খোলা হয়নি, কোনওভাবে ক্ষতিগ্রস্ত নয় চিপসটি’। সেই কারণেই এই এক পিস আলুর চিপসের দাম রাখা হয়েছে ২ হাজার ইউরো। বাংলাদেশি মুদ্রায় যার দাম পড়ে ১ লাখ ৮৩ হাজার টাকা।
চিপসটির এত দামের আরও কারণ উল্লেখ করেছেন ওই বিক্রেতা। বা হয়েছে, চিপসটির অভিনব আকৃতিও এতখানি দাম ওঠার অন্যতম কারণ। এর মাথার দিকে রয়েছে ভীষণই আলাদা ধরনের একটি ভাঁজ। যা চিপসটির বাকি অংশের আকৃতির সঙ্গে নাকি দারুণ মাননসই। এর ফলেই পিসটির দাম এত ধরা হয়েছে।
তবে ওই চিপস বিক্রেতাই শুধু নয়, অনলাইনে আরও অনেকে বিচিত্র দামে খাবার বিক্রি করছেন। কয়েকদিন আগে ম্যাকডোনাল্ডের চিকেন নাগেট ৭৩ লাখ রুপিতে বিক্রি হয়েছে।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network