ঢাকা ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ১০ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, জুন ২৩, ২০২২
স্টাফ রিপোর্টার ॥ নারায়নগঞ্জের পর এবার বরিশালে এক মায়ের গর্ভে জন্ম নেয়া তিন সন্তানের নাম রাখা হল স্বপ্ন,পদ্মা, সেতু। নগরীর বেসরকারি হাসপাতালেবৃহস্পতিবার এক সাথে ঐ তিন কন্যাসন্তানের জন্ম দেন নুরুন্নাহার নামের গৃহবধূ। নবজাতকদের বাবা তার কন্যাদের এই নাম রেখেছেন বলে জানা গেছে।
হাসপাতাল সূত্র জানায়, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দির বাসিন্দা ও ভাড়ায়চালিত মোটরসাইকেলচালক বাবু সিকদারের স্ত্রী নুরুন্নাহার বেগম (২২) নামের ওই গৃহবধূর বৃহস্পতিবার সকাল ৭টায় প্রসবব্যথা ওঠে। প্রসুতিকে ডা. মোখলেছুর রহমান হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। সাড়ে ৮টার দিকে ডা. মুন্সী মুবিনুল হক অস্ত্রোপচার করে তিন নবজাতককে প্রসব করান।
চিকিৎসক মুন্সী মুবিনুল হক বলেন, তিন নবজাতক ও তাদের মা সুস্থ আছেন। সদ্য ভূমিষ্ঠ শিশুদের মধ্যে দু’জনের ওজন দেড় কেজি করে এবং একজনের ১ কেজি ৪০০ গ্রাম। আশা করি তারা সবাই যথাসময়ে সুস্থভাবে বাড়িতে ফিরতে পারবেন।
নবজাতকদের বাবা বাবু সিকদার বলেন, স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের বাকি মাত্র দুদিন। এর আগে আমার তিন কন্যা ভূমিষ্ঠ হয়েছে। তাদের নিয়ে অনেক স্বপ্ন রয়েছে আমাদের। ৩ কন্যার মতোই পদ্মা সেতু আমাদের গর্বের। এজন্য তিন নবজাতক ভূমিষ্ঠ হওয়ার পর যারাই দেখতে এসেছেন তারাই সন্তানদের নাম স্বপ্নের পদ্মা সেতুর সঙ্গে মিলিয়ে রাখতে পরামর্শ দিয়েছেন। এজন্য তিনজনের নাম রেখেছি স্বপ্ন, পদ্মা ও সেতু।
সম্পাদক মন্ডলীর সভাপতি: ডাক্তার জি.কে চক্রবর্তী।
প্রকাশকঃ ডাক্তার এস এম জাকির হোসেন।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network