ঢাকা ১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, জুন ২৬, ২০২২
দক্ষিণ আফ্রিকার একটি নৈশক্লাবে রহস্যজনকভাবে মারা গেছেন কমপক্ষে ১৭ জন। দেশটির ইস্ট লন্ডন সিটিতে আজ রোববার দিনের শুরুতে আইয়োবেনি টাভার্ন ক্লাবে এসব মানুষের মৃতদেহের সন্ধান মেলে। সেখানে কয়েকজন আহত মানুষও আছেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। নিউজরুম আফ্রিকা টেলিভিশন চ্যানেলকে পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার তেমবিনকোসি কিনানা বলেছেন, কি ঘটেছিল সেখানে আমরা তা জানার জন্য তদন্ত করছি। এই পর্যায়ে আমরা কোনো আন্দাজনির্ভর কথা বলতে চাই না। ইস্টার্ন কেপ প্রদেশের ওই ঘটনাস্থলে ইমার্জেন্সি সার্ভিসের বেশ কিছু সদস্য অবস্থান করছেন। রিপোর্টে বলা হয়েছে, নিহতদের মৃতদেহ দেখার জন্য তাদের আত্মীয়দের কোনো নাগাল পাওয়া যাচ্ছে না। স্থানীয়রা ওই ভেন্যুটি বন্ধ করে দেয়ার অনুরোধ করেছেন। তবে পুলিশের অন্য একটি সূত্র দাবি করেছেন, ক্লাবের ভিতর পদদলিত হওয়ার কথা শোনা গেছে।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network