ঢাকা ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, জুন ৩০, ২০২২
বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছে উপ-পুলিশ মহাপরিদর্শক মর্যাদার কর্মকর্তা (ডিআইজি) মো. সাইফুল ইসলাম। চট্টগ্রাম রেঞ্জে অতিরিক্ত উপ-মহাপরিদর্শক পদে কর্মরত এই পুলিশ কর্মকর্তা সম্প্রতি উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে পদোন্নতি পেয়েছেন। পরেই তাকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা পুলিশ-১ শাখা এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন বৃহস্পতিবার (৩০ জুন) জারি করেছে। ওই প্রজ্ঞাপনে উপ-সচিব ধনঞ্জয় কুমার দাসের স্বাক্ষর রয়েছে।
পুলিশের একটি সূত্রে জানা গেছে- সাইফুল ইসলাম এর আগে বরিশাল জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।
উল্লেখ করা যেতে পারে- বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে সর্বশেষ দায়িত্ব পালন করেন মো. শাহাবুদ্দিন খান। তাকে অতিরিক্ত আইজিপি পদমর্যাদার এই কর্মকর্তাকে গত মাসে পুলিশ হেডকোয়ার্টার্সে বদলি করা হয়। পরে ওই পদটিতে ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় সিচিম।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network