ঢাকা ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২২
আন্তজার্তিকখ্যাতি সম্পন্ন দেশের ফরচুন সুজ কোম্পানির বরিশাল কারখানায় অগ্নকান্ডের ঘটনা ঘটেছে। তবে চেয়ারম্যান মিজানুর রহমান দাবি করেছেন বিদ্যুৎহীন রুমে আগুন লাগাটা অস্বাভাবিক। এটি স্বড়যন্ত্র। অগ্নিকান্ডে কোন প্রানহানী না হলেও বিপুল মালামাল পুড়ে গেছে বলে কারখানা কতৃপক্ষ দাবি করেছেন। ’
আন্তজার্তি পুরস্কার পাওয়া দেশীয় কোম্পানী ফরচুর সুজের কারখানা বরিশালের বিসিক নগরীতে অবস্থিত। গতকাল বেলা ৩টায় কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ছুটে আসে ফায়ার সার্ভিস। ছয়টি ইউনিট টানা ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ধারণা, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এদিকে আগুন নেভাতে গিয়ে বেশ কয়েকজন আহত ও অসুস্থ হয়েছেন বলেও খবর পাওয়া গেছে।
ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর আব্বাস উদ্দিন বলেন, ‘জুতা তৈরিতে যে কাঁচামাল লাগে সেই গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে বিকেল ৫টার দিকে।
ফরচুন সুজের শাখা প্রতিষ্ঠান প্রিমিয়ার সুজের ম্যানেজার (অ্যাডমিন) জাকির হোসেন বলেন, ‘মূলত স্টোররুমেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কিন্তু কীভাবে আগুন লেগেছে তা বলতে পারছি না।
ফরচুন সুজ কোম্পানির ডিজিএম মোখলেসুর রহমান বলেন, ‘ম্যাটেরিয়েল স্টোররুমের পশ্চিম পাশে আগুন লেগেছিলে। সেখানে কিছু ফাইলপত্র ছিল। ফায়ার সার্ভিস ১০ মিনিটের মধ্যে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।’
ফরচুন সুজ কোম্পানির চেয়ারম্যান মিজানুর রহমান দাবি করেন, ‘স্টোর রুমে কোনো বৈদ্যুতিক লাইন নেই। এ রুমে প্রবেশে কঠোর নিরাপত্তা বলয় রওয়েছ। সেই রুমে আগুন লাগাটা অস্বাভাবিক। আমার ধারণা, কেউ ষড়যন্ত্র করে আগুন লাগিয়েছে।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network