ঢাকা ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২২
বরিশালের বাকেরগঞ্জে স্থানীয় সাংবাদিক মাসুদ সিকদারকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিকরা।
মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় চত্বরে স্থানীয় সাংবাদিক ঐক্য পরিষদ এই মানববন্ধনের আয়োজন করে।
এ সময় বক্তব্য রাখেন হাবিবুর রহমান, দানিসুর রহমান লিমন, এসএম পলাশ, বায়েজিদ বাপ্পি, মো. মাসুদ সিকদার, একাত্তর টিভির দীন মোহাম্মদ দীনু, তালুকদার মো. জুয়েল এবং মো. মিজানুর রহমান।
বক্তারা বলেন, কলসকাঠী ইউনিয়নের আমতলী গ্রাম থেকে প্রতিদিন মাটি কেটে ৩০ থেকে ৩৫ টি ট্রলারে পাঁচার করা হচ্ছে। স্থানীয় ইউপি চেয়ারাম্যানের প্রচ্ছয়ে দীর্ঘদিন ধরে মাটি লুট করছে প্রভাবশালী চক্র। এ খবর প্রচারিত হলে গত ২১ আগস্ট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করে। এতে ক্ষিপ্ত হয়ে কলসকাঠী ইউনিয়ন পরিষদের সামনে দৈনিক নয়া শতাব্দীর প্রতিনিধি মাসুদ সিকদারকে হত্যার হুমকী দেয় ইউপি চেয়ারম্যান। মানববন্ধনে অবিলম্বে অভিযুক্ত চেয়ারম্যানের বিচার দাবি করা হয়।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network