ঢাকা ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২২
স্টাফ রিপোর্টার ॥ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে মঙ্গলবার সকালে বরিশাল নগরীর সদর রোডে পৃথক মানববন্ধন করে মহানগর এবং জেলা বিএনপি। সকাল ১১টায় দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন দলের কেন্দ্রিয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতউল্লাহ, মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির, যুগ্ম আহবায়ক আলী হায়দার বাবুল, জিয়াউদ্দিন সিকদার জিয়া, হাবিবুর রহমান টিপু, কেএম শহিদুল্লাহ সহিদ এবং যুবদল কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি জাকির হোসেন নান্নু সহ অন্যান্যরা।
অপরদিকে একই দাবীতে একই সময় সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন করে জেলা উত্তর ও দক্ষিন বিএনপি। দক্ষিন জেলা বিএনপির আহবায়ক মজিবর রহমান নান্টুর সভাপতিত্বে মানববন্ধনেও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, উত্তর জেলা বিএনপির আহবায়ক দেওয়ান মোহাম্মদ শহিদুল্লাহ এবং বিএনপি কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য এবায়েদুল হক চাঁন ও মেজবাউদ্দিন ফরহাদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
দুটি মানববন্ধনে বক্তরা সারাদেশে গুম, খুন ও নির্যাতনের প্রতিবাদ জানান। একই সাথে গুম ব্যক্তিদের সন্ধান দাবী করেন তারা। বিএনপির পৃথক মানববন্ধন ঘিরে যে কোন অনাকাংখিত পরিস্থিতি মোকাবেলায় সদর রোডসহ আশপাশের এলাকায় মোতায়েন ছিলো বিপুল সংখ্যক পুলিশ।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network