ঢাকা ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৩
বেলভিউ মেডিকেল সার্ভিসেস (প্রাঃ) লিমিটেডের ১৭ তম বার্ষিক সাধারণ সভা গতকাল প্রতিষ্ঠানের হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বেলভিউ মেডিকেল সার্ভিসেস (প্রাঃ) লিমিটেডের চেয়ারম্যান কাজী মফিজুল ইসলাম।
সভায় মূল্যবান মতামত ব্যক্ত করেন পরিচালক হাসপাতাল ডাক্তার জি, কে চক্রবর্তী, ব্যবস্হাপনা পরিচালক ডাক্তার এস এম জাকির হোসেন, পরিচালক মার্কেটিং লিয়াকত আলী জোমাদ্দার, পরিচালক অর্থ জাকিরুল মোমিন, পরিচালক ডাক্তার নজরুল ইসলাম, পরিচালক ডাক্তার মাসুদ আহমেদ, পরিচালক ডাক্তার জাহিদ হোসেন, পরিচালক শাহ আলম আনসারী,পরিচালক গোলাম মোস্তফা,পরিচালক মানিক হাওলাদার, পরিচালক তপন মুখার্জি, পরিচালক ডাঃ হাসানুজ্জামান, পরিচালক হোসনেআরা বেগম, পরিচালক রওশনআরা,পরিচালক রুমা রানী দে, পরিচালক নুসরাত রশিদ, পরিচালক মিরু কামরুন্নাহার, পরিচালক ফাতেমাতুজ জোহরা,পরিচালক মাহাবুবা বেগম। পরিচালক লিয়াকত আলীর সঞ্চালনায় সভার কাজ শুর হয় এবং প্রতিস্ঠানের সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা হয় এবং চিকিৎসা সেবার মান কিভাবে আরো উন্নত করা যায় সে ব্যাপার আলোচনা হয়। সভায় প্রতিস্ঠানের হিসাব পরিচালনার জন্য চেয়ারম্যান জনাব কাজী মফিজুল ইসলাম এবং পরিচালক অর্থ জনাব জাকিরুল মোমিনকে দ্বায়িত্ব দেয়া হয় যা সর্বসম্মতভাবে গৃহীত হয়
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network