ঢাকা ১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আজকের বাংলাদেশ বদলে গেছে। দেশে স্থিতিশীলতা রয়েছে। কে কোন দলের মেয়র তা দেখে কোনো বরাদ্দ দেয়নি সরকার। কিন্তু এক শ্রেণির বুদ্ধিজীবী আছেন যারা সব সময় দেশের গণতান্ত্রিক ধারাকে বাধাগ্রস্ত করতে চান।’
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে রংপুর সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘দলের সমর্থক দেখে আওয়ামী লীগ সরকার কাজ করে না। আমরা মানুষকে মানুষ হিসেবে দেখেছি। দলমত নির্বিশেষে সবার জন্যই কাজ করেছি। দেশের মানুষের সার্বিক উন্নয়নে তার সরকার কাজ করে যাচ্ছে।’শেখ হাসিনা বলেন, ‘দলের সমর্থক দেখে আওয়ামী লীগ সরকার কাজ করে না। আমরা মানুষকে মানুষ হিসেবে দেখেছি। দলমত নির্বিশেষে সবার জন্যই কাজ করেছি। দেশের মানুষের সার্বিক উন্নয়নে তার সরকার কাজ করে যাচ্ছে।’
সরকারপ্রধান বলেন, ‘দীর্ঘদিন গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে। এখন আর অনির্বাচিত কেউ অবৈধভাবে ক্ষমতা দখল করতে পাচ্ছে না। যদিও এতে অনেকেরই অন্তর্জ্বালা আছে।’
তিনি বলেন, ‘আমাদের দেশে সেই ধরনের এক শ্রেণির বুদ্ধিজীবী আছে যারা বুদ্ধি পেঁচিয়ে জীবিকা নির্বাহ করেন। তারা সব সময় এই গণতান্ত্রিক ধারাকে ব্যাহত করার চেষ্টা করেন।’
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network