ঢাকা ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৩
বরিশালের মুলাদীতে হত্যা মামলার আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ সদস্য। ছবি : সমকাল
বরিশালের হত্যা মামলার আসামি গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দুই সদস্য।
সোমবার রাত সাড়ে আটটার দিকে মুলাদী উপজেলার মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন হামলার শিকার সিআইডির উপ পরিদর্শক (এসআই) রুহুল আমিন।
তিনি জানান, মুলাদীর মনির হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে সন্দেহভাজন আসামি আব্বাস হাওলাদারকে গ্রেপ্তারের জন্য অবস্থা পর্যবেক্ষণ করতে তারা সোমবার রাত সাড়ে ৮ টায় মীরগঞ্জ ফেরিঘাটের পন্টুনে অবস্থান নেন। এসময় আসামির স্বজনরা সিআইডি পুলিশের জ্যাকেট পরিহিত অবস্থায় দেখে তাদেরকে ঘেরাও করে। তখন ধস্তাধস্তিতে তিনি ও কনস্টেবল আব্দুল হাকিম আহত হয়েছেন।
এ ঘটনায় থানায় কোন অভিযোগ দেওয়া হয়নি জানিয়ে এসআই রুহুল আমিন বলেন, উর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মুলাদী উপজেলার চর কমিশনার এলাকার রব হাওলাদারের ছেলে আব্বাস হাওলাদারকে গ্রেপ্তারে অভিযান চালায় সিআইডি পুলিশ। এসময় আব্বাসের ভাইসহ তার ৬/৭ জন বন্ধু এসে সিআইডি পুলিশকে বাধা দেয়। এ সময় তাদের সাথে সিআইডি পুলিশের হাতাহাতি ও ধস্তাধস্তি হয়। এই সুযোগে আসামি আব্বাস পালিয়ে যায়। ধস্তাধস্তিতে সিআইডি পুলিশের এসআই রুহুল হাতে আঘাত পেয়েছেন। কনস্টেবলও আহত হয়েছেন। পুলিশকে সাহায্য করতে স্থানীয়রা এগিয়ে এলে আসামির ভাই ও বন্ধুরা পালিয়ে গেছে।
প্রসঙ্গত, গত বছরের ২৪ মে সকাল ৯টায় মুলাদীর চর কমিশনার গ্রামের ঘেরের পাশে দুই সন্তানের জনক মনির হাওলাদারের (২২) চোখ উঠানো ও গলাকাটা অবস্থায় মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় মনিরের ছোট ভাই পারভেজ হাওলাদার বাদী হয়ে ১১ জনকে নামধারী আসামি করে মুলাদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গত ৪ জুলাই মামলা তদন্তের জন্য সিআইডিতে হস্তান্তর করা হয়।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network