ঢাকা ১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২৩
১১ বছর পর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশের মেয়েরা। তাও আবার ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে। তারুণ্যনির্ভর দল নিয়ে বাংলাদেশে আসলেও জ্যোতিদের হারাতে খুব একটা বেগ পেতে হয়নি হারমানপ্রীতদের। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টাইগ্রেসদের ৭ উইকেটে হারিয়েছে ভারতের মেয়েরা। টস হেরে আগে ব্যাট করে ৫ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১১৪ রান। জবাবে ২২ বল বাকি থাকতেই ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর ফেলে ভারত।
১১৫ রানের লক্ষ্যে নেমে শুরুতেই শেফালিকে হারায় ভারত। রানের খাতা খোলার আগেই তাকে সাজঘরে ফেরত পাঠান মারুফা। এরপর জেমিমাকেও দ্রুত ফিরিয়ে ভারতীয় ব্যাটারদের চেপে ধরেন মারুফা-সুলতানারা। কিন্তু সেই চাপ সামাল দিয়েছেন স্মৃতি মান্দানা ও হারমানপ্রিত কর। এই দুই অভিজ্ঞ ব্যাটার মিলে তৃতীয় উইকেটে ৭০ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে রাখেন।
অধিনায়ক ৩৮ রান করে সাজঘরে ফিরলেও দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন হারমানপ্রীত। এই অভিজ্ঞ ব্যাটার অপরাজিত ছিলেন ৫৪ রান করে। শেষ পর্যন্ত ১৬ ওভার ২ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারতের মেয়েরা।
টস হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের প্রথম উইকেটের পতন হয় দলীয় ২৭ রানে। অভিষেক হওয়া মিন্নু মনির বলে ১৭ রান করে ফেরেন শামিমা সুলতানা। এরপর বাংলাদেশের পক্ষে ম্যাচের হাল ধরেন সাথী রাণী ও সোবহানা মোস্তারী। দুজনে মিলে ২৫ রানের জুটি গড়েন। দলীয় ৫২ রানে পূজার বলে ক্যাচ আউট হয়ে ফেরেন সাথী রানী। সাজঘরে ফেরার আগে করেন ২৬ বলে ২২ রান।
এরপর ব্যাটিংয়ে নেমে থিতু হতে পারেননি নিগার সুলতানা জ্যোতিও। ২ রান করেই রান আউট হন টাইগ্রেস অধিনায়ক। জ্যোতির বিদায়ের পর রানের গতিও কমে যায়। সোবহানা ধীরগতিতে ৩৩ বলে ২ বাউন্ডারিতে মাত্র ২৩ রান করেন।
শেষ দিকে স্বর্ণা আক্তারের ২ ছক্কায় অপরাজিত ২৮ ও রিতু মনির ১১ রানে ভর করে দলীয় শতকের গণ্ডি পেরিয়ে যায় লাল সবুজের দল। যার ফলে নির্ধারিত সময়ে টাইগ্রেসদের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১১৪ রান। ভারতের পক্ষে সেরা বোলিং পূজার। ৪ ওভারে ১টি মেডেনসহ ১৬ রানের বিনিময়ে ১টি উইকেট সংগ্রহ করেন তিনি।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network