ভোলা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৩

ভোলা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

ভোলা প্রতিনিধি : ভোলা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাকারিয়া হোসেন অমিকে চাঁদাবাজি মামলায় গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৪ জুলাই) দুপুরে শহরের গাজীপুর রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এর আগে সকাল ৯টার দিকে ভোলা সদর মডেল থানায় তার বিরুদ্ধে পাঁচ লাখ টাকার চাঁদাবাজি মামলা করা হয়। মামলার বাদী ইলিশা লঞ্চঘাটের ম্যানেজার মহসিন ঘরামি। মামলায় নাম উল্লেখ করা আসামি পাঁচ জন। তাদের মধ্যে জাকারিয়া হোসেন অমি প্রধান আসামি। মামলা সূত্রে জানা যায়, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাকারিয়া হোসেন অমি গত ৩০ জুন ইলিশা লঞ্চঘাটের ইজারাদার আল নোমানের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। বাদী মহসিন তাকে নগদ দুই লাখ টাকা দেন। বাকি তিন লাখ টাকার জন্য ফারুক নামে ঘাটের এক স্টাফকে মারধর করেন অমি। নিরুপায় হয়ে ঘাট ম্যানেজার তার বিরুদ্ধে সদর মডেল থানায় চাঁদাবাজি মামলা করেন। একাধিক সূত্রে জানা গেছে, ছাত্রলীগের এ নেতা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহনের (বিআইডব্লিউটিএ) জেলা কর্মকর্তাসহ পুলিশ প্রশাসনের সঙ্গে প্রায়ই অসদাচরণ করে আসছেন। ২০১৯ সালে তাকে জেলা গোয়েন্দা পুলিশ ইয়াবাসহ গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছিল। ওসি শাহীন ফকির বলেন, চাঁদাবাজি মামলায় গ্রেপ্তারের পর অমিকে বিকালে আদালতে তোলা হয়। আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মামলায় পাঁচ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত আসামি করা হয়েছে ১০ থেকে ১২ জনকে। পুলিশ অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন