ঢাকা ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২৩
২০২৬ ফুটবল বিশ্বকাপ বাছাইয়ের প্রথম পর্বে মালদ্বীপকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বাংলাদেশ। আজ মালয়েশিয়ার কুয়ালালামপুরের এশিয়ান ফুটবল কনফেডারেশরন (এএফসি) সদর দপ্তরে এশিয়া অঞ্চলের প্রথম রাউন্ডের ড্র অনুষ্ঠিত হয়।
আগামী ১২ ও ১৭ই অক্টোবর মালদ্বীপের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। যার একটি হবে ঢাকায়, অন্যটি মালেতে। হোম ও অ্যাওয়ে ভিত্তিতে এ দুটি ম্যাচে যে দল এগিয়ে থাকবে, তারাই কোয়ালিফাই করবে এশিয়ার বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে। প্রথম রাউন্ডের বাধা পেরোনো ১০টি দল দ্বিতীয় রাউন্ডে যোগ দেবে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা ২৬ দলের সঙ্গে। ৩৬ দল দ্বিতীয় রাউন্ডে খেলবে ৯ গ্রুপে ভাগ হয়ে। প্রতি গ্রুপে থাকবে চারটি দল। দ্বিতীয় রাউন্ডে উঠতে পারলে বাছাইপর্বে আরো ৬টি ম্যাচ নিশ্চিত হবে বাংলাদেশের।
মালদ্বীপ ফিফা র্যাঙ্কিংয়ে ১৫৪তম দল। আর বাংলাদেশের অবস্থান ১৮৯তম স্থানে। ধারে-ভারে পিছিয়ে থাকলেও সাম্প্রতিক সমেয় মালদ্বীপের বিপক্ষে সুখস্মৃতি রয়েছে জামাল-তপুদের।
সাফ ফুটবলে গ্রুপপর্বে ৩-১ গোলে দলটিকে হারিয়েছিল হাভিয়ের কাবরেরার শিষ্যরা। সেই ম্যাচে গোল পেয়েছিলেন বাংলাদেশের ফরোয়ার্ড রাকিব হোসেন। গণমাধ্যমকে তিনি বলেন, ‘বাছাইয়ে আমরা ভালো প্রতিপক্ষই পেয়েছি। কেননা মালদ্বীপ আমাদের চেনা দল। ওদের পটে অন্য যারা ছিল, ওরা ভালো দল। অনেক দলের সম্পর্কে আমাদের জানাশোনা খুব বেশি নয়, তবে মালদ্বীপকে আমরা ভালোভাবে চিনি। সাফেও কদিন আগে ওদের বিপক্ষে খেলেছি। তাই ওদের পেয়ে ভালোই লাগছে আমার।’
রাকিব বলেন, ‘মালদ্বীপকে আমরা সাফে হারিয়েছি। স্বাভাবিকভাবে ওই জয়ে আত্মবিশ্বাস বেড়েছে আমাদের। এটা ঠিক যে, ওদেরকে বিশ্বকাপ বাছাইয়ে পেয়ে আমরা খুশি। কিন্তু (মনে রাখতে হবে) এটা বিশ্বকাপ বাছাই। ওদেরকে হালকাভাবে নেব না আমরা। সেভাবেই প্রস্তুতি নেব।’
সাফ চ্যাম্পিয়নশিপে বড় জয় পেলেও এই মালদ্বীপের বিপক্ষে মাঝখানের ১৮ বছর কোনো জয় পায়নি বাংলাদেশ। ২০০৩ সালের সাফে ঢাকায় হারানোর পর মালদ্বীপের বিপক্ষে জয় পেতে বাংলাদেশকে ২০২১ সাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। এই সময়ের মধ্যে মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশ সবচেয়ে বড় হার দেখেছে ২০১৬ সাল। সেবার একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে লাল-সবুজকে ৫-০ গোলে হারিয়েছিল মালদ্বীপ। এই দলের বিপক্ষেই বাংলাদেশ নিজেদের সবচেয়ে বড় জয়টি দেখেছিল। ১৯৮৫ সালে সাফ গেমসের ম্যাচে মালদ্বীপকে ৮-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। এর আগে ১৯৮৪ সালে সাফ গেমসের প্রথম আসরে মালদ্বীপকে ৫-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ।
বিশ্বকাপ বাছাইয়ের জন্য আগামী ২০শে আগস্ট থেকে প্রস্তুতি শুরু করার কথা বাংলাদেশ জাতীয় দলের। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করবে ২০২৬ বিশ্বকাপ।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network