ঢাকা ১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৩
মারা গেছেন বলিউডের তারকা আর্ট ডিরেক্টর ও প্রোডাকশন ডিজাইনার নীতীন চন্দ্রকান্ত দেশাই। আজ বুধবার সকালে করজাতের এনডি স্টুডিও থেকে তার ঝুলান্ত লাশ উদ্ধার করেছেন পুলিশ। তার মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে। খবর: টাইমস অব ইন্ডিয়া।
জানা গেছে, করজাতের এই স্টুডিওর মালিক তিনি নিজেই। ‘বিগ বস’-এর মতো রিয়েলিটি শো-এর আসর বসেছিল এই এনডি স্টুডিওতে।
নীতীন দেশাই তার ২০ বছরের ফিল্মি ক্যারিয়ারে সঞ্জয় লীলা বানসালি, বিধু বিনোদন চোপড়া, আশুতোষ গোয়ারিকর, রাজকুমার হিরানির মতো তাবড় পরিচালকদের সঙ্গে কাজ করেছেন। এজন্য তিনি চারবার জাতীয় পুরস্কার লাভ করেছেন। অসংখ্য ব্লকবাস্টার হিন্দি ছবির নেপথ্য নায়ক ছিলেন নীতীন দেশাই।
‘লগান’, ‘১৯৪২ আ লাভ স্টোরি’, ‘যোধা আকবর’, ‘দেবদাস’, ‘হাম দিল দে চুকে সনম’, ‘বাজিরাও মাস্তানি’, ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই’-এর মতো আরও অনেক ছবির জমকালো সেট নির্মাণ করেছিলেন তিনি।
তার শেষ কাজ ছিল পরিচালক আশুতোষ গোয়ারিকরের সঙ্গে। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘পানিপথ’ ছবির আর্ট ডিরেক্টর ছিলেন নীতীন। ২০০৫ সালে তিনি করজাতে এনডি স্টুডিও নির্মাণ করেন। ৫২ একর জমির ওপর নির্মিত এই স্টুডিওতে অসংখ্য ছবির সেট নির্মাণ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘যোধা আকবর’।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network