বাউফলে বলাৎকারে শিশুর মৃত্যুর অভিযোগ

প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২৩

বাউফলে বলাৎকারে শিশুর মৃত্যুর অভিযোগ

পটুয়াখালীর বাউফলে আল রাফি (১২) নামের এক শিশুর বলাৎকারের পর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকার মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাফি মৃত্যবরণ করে। মৃত রাফি উপজেলার নাজিরপুর ইউপির ৮ নং ওয়ার্ড বড় ডালিমা গ্রামের মো. রেজাউল আকনের ছেলে।
রাফির পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাফি স্থানীয় নাজিরপুর ইউনিয়নের ধানদি ব্রিজ সংলগ্ন বড় ডালিমা মদিনাতুল উলুম কওমিয়া হাফিজিয়া ও নুরানী কিন্ডারগার্টেন মাদরাসায় ১৭ পারা অধ্যায়নরত ছাত্র ছিল।
সম্প্রতি ওই শিশু অসুস্থ হয়ে পড়লে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মহাখালী ক্যান্সার হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মারা যায় রাফি। এ ঘটনায় ওই মাদরাসার পরিচালক ও শিক্ষক হাফেজ সেলিম গাজীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তিনি তিন সন্তানের জনক।
রাফির দাদা আব্দুল আলী আকন বলেন, মাদরাসার শিক্ষক হাফেজ সেলিম গাজী গত একবছর ধরে রাফিকে বলৎকার করে আসছে। তার কারণে আজ আমার নাতি মারা গেল।
অভিযুক্ত মাদরাসা পরিচালক ও শিক্ষক হাফেজ সেলিম গাজীর ফোন বন্ধ ছিল। তিনি পলাতক থাকায় বক্তব্য নেওয়া যায়নি।
এ বিষয়ে বাউফল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন