ঢাকা ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৩
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সমিতির সভাপতি প্রফেসর মো: শাহেদুল খবির চৌধুরী এবং মহাসচিব মো: শওকত হোসেন মোল্যা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি শিক্ষা ক্যাডারের যৌক্তিক দাবিসমূহ আদায়ের লক্ষ্যে সংবাদ সম্মেলন, কর্মবিরতিসহ ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে। এ পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে শনিবার রাত ৮টায় সমিতির একটি প্রতিবিধিদলের সঙ্গে আলোচনার আমন্ত্রণ জানান। আলোচনায় শিক্ষামন্ত্রী আমাদের সকল দাবিই যৌক্তিক বলে উল্লেখ করেন। এসকল দাবি পূরণে তিনি তার পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা থাকবে বলে সমিতি নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন। তিনি পর্যায়ক্রমে এ দাবিগুলো বাস্তবায়ন সম্ভব বলে মত দেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষামন্ত্রীর সুনির্দিষ্ট আশ্বাসের প্রেক্ষিতে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি আহুত আগামী ১৭ ও ১৯শে অক্টোবরের সর্বাত্মক কর্মবিরতি কর্মসূচি স্থগিত করা হলো।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network