ঢাকা ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৩
গাজার বিদ্যমান সামরিক পরিস্থিতিতে নিয়ে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) ডাকা বিশেষ জরুরি সভায় বাংলাদেশ যোগ দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি জানান, ১৮ অক্টোবর জেদ্দায় আয়োজিত এই সম্মেলনে অন্যান্য মুসলিম দেশের মতো যোগ দেবে বাংলাদেশ।
রোববার (১৫ অক্টোবর) ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় আব্দুল মোমেন জানান, ১৮ অক্টোবর ফিলিস্তিন সংকট নিয়ে ওআইসির সম্মেলন অনুষ্ঠিত হবে সৌদি আরবে। এতে বাংলাদেশ যোগ দেবে।
সাক্ষাৎ শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ গাজায় নারী ও শিশুসহ ক্রমবর্ধমান বেসামরিক হতাহতের ঘটনা ও অসামঞ্জস্যপূর্ণ বলপ্রয়োগের তীব্র নিন্দা জানিয়েছে।
দুই রাষ্ট্র নীতি বাস্তবায়নে ফিলিস্তিন সংকটের সমাধান হবে বলে মনে করে বাংলাদেশ।
বিবৃতিতে গাজায় বিপর্যয় এড়াতে মানবিক সহায়তার অনুমতি দেয়া এবং এই অঞ্চলের একটি ন্যায্য ও স্থায়ী সমাধান এবং স্থায়ী শান্তির জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজ্যুলুশনের ভিত্তিতে দ্বি-রাষ্ট্র সমাধানের পথে কাজ করার জন্য বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়েছে।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network