আধুনিক ছাত্রবাস নির্মান ও সংস্কারের দাবিতে /বরিশাল বিএম কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৩

আধুনিক ছাত্রবাস নির্মান ও সংস্কারের দাবিতে /বরিশাল বিএম কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। এতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। মহাত্মা অশ্বিনী কুমার ছাত্রাবাসের আধুনিক ভবন নির্মাণ, পুরোনো ভবন সংস্কারের দাবিতে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত সড়ক অবরোধ করা হয়। এরপর বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা অধ্যক্ষের বাসভবন ঘেরাও করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অধ্যক্ষের বাসভনের সামনে বিকএষাভ চালিয়ে যাচ্ছিল শিক্ষার্থীরা।
ক্ষুদ্ধ মিক্ষার্থরা জানান মহাত্মা অশ্বিনী কুমার ডিগ্রী ছাত্রাবাসটি বহু বছরের পুরোনো। বিভিন্ন স্থানে পলেস্তরা খসে পড়ে একাধিকবার শিক্ষার্থী আহত হয়েছে। এটি ব্যবহারের সম্পূর্ন অনুপযোগী হয়ে পড়েছে। শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে সেখানে বসবাস করছেন। কলেজ কর্তপক্ষের কাছে একাধিকবার ছাত্রাবাসটি সংস্কারের দাবি জানালেও কেউ কর্নপাত করেনি। নতুন ছাত্রাবসও তৈরির কোন উদ্যোগ নেই।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে কলেজ সংলগ্ন সড়কের ওপর বসে পড়ে। ফলে নথুল্লাবাদ কেন্দ্রীয বাস টার্মিনাল থেকে সদর রোডমুখী সড়কে যানবহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দুই ঘণ্টা পর অধ্যক্ষ ড. গোলাম কিবরিয়া এসে বোঝানোর পর বেলা ১২টার দিকে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে অধ্যক্ষর বাসভবনের সামনে অবস্থান নেয়। তারা ছাত্রাবাসের নতুন ভবন নির্মাণের দাবি জানান। শিক্ষার্থীরা দাবি মেনে নেওয়া না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুমকি দেন তারা।

সংবাদটি শেয়ার করুন