পয়েন্ট টেবিলে দশে নেমে গেছে বাংলাদেশ

প্রকাশিত: ১০:৫১ পূর্বাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৩

পয়েন্ট টেবিলে দশে নেমে গেছে বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৪৯ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর টানা চার ম্যাচে হারের স্বাদ পেয়েছে সাকিবের দল।

ওই হারে দশ দলের লড়াইয়ে পয়েন্ট টেবিলে দশে নেমে গেছে বাংলাদেশ। বড় ওই চার হারে বাংলাদেশ দলের সেমিফাইনালে খেলার স্বপ্নে বড় ধাক্কা লেগেছে।

সেমিফাইনালে ওঠার আশা এক প্রকার শেষ হয়ে গেছে। ম্যাচ শেষে সাকিব তাই বলেছেন, সেমিতে না হোক পয়েন্ট টেবিলে অন্তত পাঁচ-ছয়ে শেষ করতে চান তারা।

আসরে চারটি করে ম্যাচ খেলে একটি করে জয় পেয়েছে নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। বাংলাদেশ পাঁচ ম্যাচ খেলে জিতেছে একটিতে। চার দলের পয়েন্ট সমান ২ করে। তবে নেট রান রেটে সবার চেয়ে পিছিয়ে থাকায় বাংলাদেশ নেমে গেছে দশে।

এক ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে সাতে থাকা নেদারল্যান্ডসের নেট রান রেট -০.৭৯০। শ্রীলঙ্কার নেট রান রেট -১.০৪৮। ইংল্যান্ডের নেট রান রেট -১.২৪৮। বাংলাদেশের নেট রান রেট -১.২৫৩।

সংবাদটি শেয়ার করুন