ঢাকা ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২৩
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ছেড়েছেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ। এসংক্রান্ত আবেদন গত ৮ ডিসেম্বর অস্ট্রেলিয়া সরকার গ্রহণ করেছে। শাম্মীর ওই আবেদনের একটি কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ড. শাম্মী বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনে নৌকার প্রার্থী ছিলেন। মনোনয়ন বাছাইয়ে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে রিটানিং কর্মকর্তা মো. শহীদুল ইসলাম তাঁর প্রার্থিতা বাতিল করেন। তবে ইসিতে করা তাঁর আপিলের শুনানি হবে আজ বুধবার।সংশ্লিষ্টদের মতে, সাংবিধানিক আইন অনুযায়ী দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশ নিতে মনোনয়ত্র দাখিলের আগে বিদেশি নাগরিকত্ব ত্যাগ করতে হয়। ড. শাম্মী গত ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিল করেছেন।
তখনো তিনি অস্ট্রেলিয়ার নাগরিক ছিলেন। সামাজিক যোগোযোগ মাধ্যমের ছড়িয়ে পড়া আবেদনের কপিতে দেখা গেছে, অস্ট্রেলিয়ান সরকার ড. শাম্মীর অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ত্যাগ করার আবেদন গত ৮ ডিসেম্বর গ্রহণ করেছে। যার আইডি নং ১৮৫৫৫৩৩৪১।এ বিষয়ে ড. শাম্মী স্বলেন, তিনি ২৭ নভেম্বর অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ত্যাগের আবেদন করেছেন।
সে দেশের সরকার ৮ ডিসেম্বর আবেদন গ্রহণ করেছে। প্রমাণপত্র প্রসঙ্গে শাম্মী বলেন, ‘যেহেতু বিষয়টা ইসিতে বিচারাধীন তাই এ নিয়ে কোনো মন্তব্য করছি না। ইসির রায় ঘোষণার পর সংবাদ সম্মেলন করব।’ড. শাম্মীর বিরুদ্ধে দ্বৈত নাগরিকের অভিযোগ করেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ নাথ। তিনি বলেন, অস্ট্রেলিয়ার নাগরিকত্ব থাকা অবস্থায় শাম্মী নির্বাচনী মনোনয়নপত্র জমা দিয়েছেন।সাংবিধানিকভাবে তাঁর প্রার্থিতা ফিরে পাওয়ার সুযোগ নেই।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network