ঢাকা ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২৩
হাঁটুতে অস্ত্রোপচারের জন্য বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ভারতে গেছেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় এয়ার ইন্ডিয়া বিমানে দিল্লির উদ্দেশে ঢাকা ছেড়েছেন বলে জানান তিনি। গত মঙ্গলবার স্ত্রী দিলারা হাফিজ উদ্দিন আহমেদসহ ভারতে যাওয়ার কথা ছিল তার। বিমানবন্দর ইমিগ্রেশনে তাঁকে যেতে বাধা দেওয়া হয়। সেদিন তাঁর স্ত্রী দিল্লি গিয়েছেন। আগামী ১৬ ডিসেম্বর দিল্লির ফোরর্টিস হাসপাতালে মেজর হাফিজের হাঁটুতে অস্ত্রোপচারের তারিখ নির্ধারিত রয়েছে।এ আগে মঙ্গলবার বিকেলে হাফিজ উদ্দিন আহমদ জানান, দিল্লির একটি হাসপাতালে পরদিন বুধবার তাঁর অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। তিনি দুপুরে স্ত্রীকে সঙ্গে নিয়ে বিমানবন্দরে গেলে তাঁর মালামাল উড়োজাহাজে তুলে নেওয়া হলেও ইমিগ্রেশন পুলিশ তাঁকে অপেক্ষা করতে বলে। পরে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তিনি দেশের বাইরে যেতে পারবেন না।
পরে তিনি নিজ বাসায় ফিরে যান। বিএনপির এই নেতা বলেন, ‘আমি এই দেশের জন্য যুদ্ধ করেছি। চিকিৎসার জন্য আমার দিল্লিতে যাওয়া দরকার। কিন্তু সরকার আমাকে যেতে দেয়নি। আমি মর্মাহত। এটি খুবই দুঃখজনক।’
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network