ঢাকা ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৪
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় বিএমপি সদরদপ্তরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিএমপি কমিশনার জিহাদুল কবির।
সভার শুরুতে বিগত মাসের ( ডিসেম্বর-২০২৩) মাসের খাতওয়ারী অপরাধ বিবরণীর সাথে পূর্ববর্তী মাস এবং পূর্বের বছরের সংশ্লিস্ট মাসের খাতওয়ারী অপরাধ চিত্রের তুলনামূলক পর্যালােচনা করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্টদের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেন বিএমপি কমিশনার।
এছাড়াও প্রো-একটিভ পুলিশিংয়ের উপর গুরুত্বারোপ করে মামলা তদন্ত, ওয়ারেন্ট তামিল, রি-রোল ইস্যু, সিডিএমএস ব্যবস্থাপনা, মাদক উদ্ধার, চুরি, দস্যুতা, ইভটিজিং, জঙ্গীবাদ, সাইবার ক্রাইম, বাল্য বিবাহ, কিশোর অপরাধ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, ট্রাফিক ব্যবস্থাপনা সহ সমসাময়িক বিভিন্ন সমস্যা এবং আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যুতে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন তিনি।
সভায় উপ-কমিশনার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, মো. আলী আশরাফ ভূঁঞা, এসএম তানভীর আরাফাত, খান মুহাম্মদ আবু নাসের, বিএম আশরাফ উল্যাহ তাহের, অতিরিক্ত উপ-কমিশনার রুনা লায়লা, সিআইডি প্রতিনিধি, শের-ই বাংলা মেডিকেল প্রতিনিধি, র্যাব-৮ প্রতিনিধি, পিবিআই, টুরিস্ট পুলিশ, এপিবিএন ও মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network