ঢাকা ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৩
দলীয় কর্মসূচিতে হাইকোর্টের বিচারপতি মো. আখতারুজ্জামানকে উদ্দেশ্য করে আক্রমণাত্মক বক্তব্য দেওয়ার ব্যাখ্যা জানতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ৬ নভেম্বর সকালে তাকে সশরীরে আদালতে হাজির হতে বলা হয়েছে। ওই বক্তব্যের কারণে আদালত অবমননার অভিযোগ এনে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, হাবিবকে সে ব্যাখ্যা দিতে হবে সেদিন।
বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ রবিবার এ আদেশ দেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান সাংবাদিকদের বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, বিএনপি নেতা হাবিবুবর রহমান হাবিব মাননীয় বিচারপতি মো. আখতারুজ্জামানকে নিয়ে অশালীন বক্তব্য দিচ্ছেন। বক্তব্যটা এতটাই অশালীন যে, কোনো শিক্ষাত রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে এ বক্তব্য যায় না। ছড়িয়ে পড়া ভিডিওটি মাননীয় প্রধান বিচারপতির নজরে আনলে সেটি তিনি হাইকোর্টে দেন। সে ধারাবাহিকতায় বিষয়টি কার্যতালিকায় উঠলে হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে রুলসহ আদেশ দেন।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network