করোনায় বরিশালের মফস্বল সাংবাদিকের খবর নেয়নি কেউ

প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২০

করোনায় বরিশালের মফস্বল সাংবাদিকের খবর নেয়নি কেউ

করোনা মহামারিতে বরিশালের মফস্বল সাংবাদিকের খবর নেয়নি কেউ। না পত্রিকার মালিক পক্ষ না সরকার। বরিশাল থেকে প্রকাশিত বিভিন্ন আঞ্চলিক পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে  থানা, উপজেলা ও ইউনিয়ন প্রতিনিধি হিসেবে কর্মরত আর্থিক ভাবে অসচ্ছল সাংবাদিকের পরিবার পরিজন নিয়ে কি ভাবে দিন যাচ্ছে তার খবর কেউ রাখেনি।এত এত প্রনোদনা দিচ্ছে সরকার ও জনপ্রতিনিধিসহ সমাজপতিরা কিন্তু মফস্বল সাংবাদিদের কপালে জুটেনি কোন কিছু।এদের এখন এমন অবস্থা না পারে কইতে না পারে সইতে। মফস্বল সাংবাদিকদের প্রাপ্তি অবহেলা আর সমালচনা। সংবাদ প্রকাশ করতে গিয়ে কোন ধরনের সমস্যা তৈরি হলে অনেক পত্রিকা কর্তৃপক্ষ যাচাই বাছাই ছাড়াই বলে দেন এরা হলুদ বা লাল সাংবাদিক এসব নিয়ে রয়েছে মফস্বল সাংবাদিকের মধ্যে চাপা ক্ষোভ। বরিশালের বন্দর এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সাংবাদিক প্রতিবেদককে বলেন, আমরা চরম দুরাবস্থার মধ্যে আছি যা প্রকাশ করার মত নয়। বাকেরগঞ্জ ও মেহেন্দিগঞ্জের অনেকেই এমন কথা বলেন যে দু এক জন ছারা মফস্বল সাংবাদিকের করুন অবস্থা। বরিশাল জেলা প্রশাসকের পক্ষ থেকে কিছু সাংবাদিককে নগদ অর্থ প্রদান করলেও এরা বেশির ভাগই নগরীর মফস্বলের নাই বললেই চলে। তাই করোনাকালে অন্তত মফস্বল সাংবাদিকদের খোজখবর রাখতে পত্রিকা কর্তৃপক্ষের ও সরকারের প্রতি অনুরোধ অবহেলিত মফস্বল সাংবাদিকদের।

সংবাদটি শেয়ার করুন