ঢাকা ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২১
ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী সালাহ উদ্দিন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত সপ্তাহে ঝালকাঠি থেকে রাজাপুরে যাওয়ার প্রাক্কালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে সাথে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হয়েছিলেন। শুক্রবার (১২ মার্চ) রাতে তিনি রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।ঝালকাঠি জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল মান্নান রসুলের মেয়ে জামাতা সালাহ উদ্দিন এর আগে বরিশাল বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন।
স্থানীয় বিভিন্ন মাধ্যম জানা গেছে, গত সপ্তাহে সালাহ উদ্দিন ঝালকাঠি থেকে মোটরসাইকেলযোগে রাজাপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা প্রথমে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতাল এবং পরবর্তীতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যায়।বরিশালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে ডাক্তারদের পরামর্শে উন্নত চিকিৎসার লক্ষে রাজধানীতে নিয়ে যাওয়া হয়। সেখানকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু ঘটে।এই তথ্য ঝালকাঠি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের একজন দায়িত্বশীল কর্মকর্তা নিশ্চিত করেন।’
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network