ঢাকা ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২০
দখিনের চোখ >> বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায় আলিমাবাদ ইউনিয়ন যুবলীগ সভাপতি বাবুল বয়াতী,মামুন আকন, আনোয়ার ডাঃ, ইসমাইল খান, জামাল বেপারী, টিপু’র বিরুদ্ধে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে ওই ইউনিয়নের চলাচলের রাস্তা, ফসলী জমি, বাড়ি মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে। সরেজমিনে দেখা যায়, একটি ট্রলারের উপর শ্যালো যন্ত্র বসিয়ে পাইপ লাগিয়ে আলিমাবাদ ইউনিয়নের মাঝকাজিরচর খেয়াঘাট- গাগুরিয়া স্লাইজগেট নদীতে একাধীক ড্রেজার বালু উত্তোলন করছে।এলাকাবাসী জানান, আলিমাবাদ গ্রামের মামুন আকন ও জামাল বয়াতী, গাগুরিয়া গ্রামের বাবুল বয়াতী,মাঝকাজিরচর নন্দপুরা গ্রামের আনোয়ার ডাঃ,চর মৌসার ইসমাইল খান, পাতাবুনিয়ার টিপু, অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বহুদিন ধরে বালু উত্তোলন করে আসছেন। রাস্তার পাশের নদী থেকে বালু উত্তোলনের কারণে আশংকা করছি যে কোন সমায় ভূমিধস বা রাস্তা ,ঘরবাড়ি ভেঙে যেতে পাড়ে।পরিচয় গোপনীয়তার শর্তে স্থানীয় একটি সুত্র জানান, স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে এসব অবৈধ ড্রেজার চেয়ারম্যান শেখ সহিদের পুত্র মোঃ কাওছারের শেল্টারে চালাচ্ছে।অবৈধ ভাবে বালু উত্তোলনের ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মেহেন্দিগঞ্জ প্রতিবেদককে বলেন, বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যহত রয়েছে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব। এই ড্রেজার দ্রুত বন্ধের জন্য প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network